বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পুলিশের মানবিকতা, বিপদ থেকে রক্ষা পেলেন প্রসুতি মা

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশকে আমরা কখনো বলি অতি অমানবিক, কখনো বা কতো না বিশ্রী উপাধি দেই। অথচ এই পুলিশরা প্রয়োজনে সাধারণ মানুষের হয়ে উঠেন অতি আপন। তাদের মানবিকতায় মুগ্ধ হন বিপদে পড়া মানুষগুলো।

রবিবার দিবাগত রাত বিয়ানীবাজার থানার এস আই নিয়াজ মুর্শেদ আবির তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ানীবাজার থানা এলাকায় ডিউটি চলাকালে দেখতে পান ২জন লোক হতভম্ব হয়ে এদিক ওদিক ছুটোছুটি করছেন। কী সমস্যা তা দেখার জন্য ডিউটির গাড়ি নিয়ে তাদের পাশে যান এস আই মুর্শেদ। কাছে গিয়ে জানতে পারেন ঘরে ডেলিভারি একজন রোগীর অবস্থা সংকটাপন্ন তাই হাসপাতালে নিতে গাড়ি খুজছেন তারা। তখন রাস্তা ফাকা, ভোর প্রায় ৫ টা। গাড়ি পাওয়া যাচ্ছে না। তাদের চোখে মুখে তখন যেন হতাশার ছাপ।

যথাসময় হাসপাতালে না নিতে পারলে বড় বিপদ হতে পারে এমন চিন্তায় পুলিশের টহল গাড়ি নিয়ে ছুটেন রোগীর বাড়ি দায়িত্বরত এস আই নিয়াজ মোর্শেদ আবির। সেখান থেকে তাকে গাড়ি করে তুলে পৌঁছে দেন হাসপাতালে। সেখানে যাওয়া আধা ঘন্টার মধ্যেই ভূমিষ্ট হয় ফুটফুটে নবজাতকের। রোবার দিবাগত রাতে সেই ঘটনা নিয়ে এস আই নিয়াজ মুর্শেদ আবিরের ফেইসবুক স্ট্যাটাসটি পাঠকের জন্য তুলে ধরা হলো-

আমার চাকরির অন্যতম একটা Satisfaction হলো বিপদে মানুষের পাশে থাকতে পারার সুযোগ পাওয়াটা।

রাত তখন ৪.৫০। সারা দিন প্রচন্ড গরমে দৌড়া দৌড়ি করে সারা রাত ডিউটি চলমান। প্রচন্ড বৃষ্টির মধ্যে দুইজন পুরুষলোকের উদভ্রান্তের মত রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড়াতে দেখে ডিউটির গাড়ি নিয়ে আগায়ে গেলাম সমস্যা জানার জন্য। জানতে পারলাম উনাদের বাসায় ডেলিভারির পেশেন্ট৷ কিন্তু গাড়ী পাচ্ছে না হাসপাতালে যাওয়ার জন্য। তারাহুরো করে গাড়ী নিয়ে গেলাম তাদের বাসার সামনে। পেশেন্টের অবস্থা বেগতিক দেখে সময় নষ্ট না করে তাকে গাড়ীতে তুলে রওয়ানা করলাম হাসপাতালের উদ্দেশ্যে৷ পেশেন্টকে তার পরিবারসহ হাসপাতালে রেখে আবার কিলো ডিউটির ডাকে রাস্তায় নামা। প্রচন্ড বৃষ্টিতে তখনও এই ক্লান্ত পৃথিবী নিজেকে সতেজ করে নিচ্ছে যেন।

এখন সকাল ৫ টা ৪৩। মাত্রই খবর পেলাম ঐ দম্পতিকে আল্লাহ সুবাহানাল্লাহতায়ালা একটি পুত্র সন্তান দান করেছেন। এই এক খবরে সমস্ত ক্লান্তি কই যেন মিলিয়ে গেল।

Back to top button