সারাদেশ

প্রার্থী ২ স্ত্রী, একজনকে তালাক দিয়ে আরেকজনের পক্ষে ইউপি চেয়ারম্যান স্বামী

নিউজ ডেস্ক- জেলা পরিষদ নির্বাচনে দুই স্ত্রী একই পদে প্রার্থী হওয়ায় প্রথম স্ত্রীকে তালাকের নোটিশ দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। ওই ইউপি চেয়ারম্যানের নাম রেজাউল হক লেদা। তিনি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাগমারা আসনের এমপি এনামুল হকের ছোট ভাই।

শুক্রবার সন্ধ্যায় রেজাউল হক নিজ ইউপি কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে প্রথম স্ত্রী নাছিমা বেগমকে তালাক দেওয়ার বিষয়টি প্রকাশ করেন। এ সময় দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুনের পক্ষে কাজ করার জন্য সবাইকে অনুরোধ করেন।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর রেজাউল হকের প্রথম স্ত্রী নাছিমা বেগম ও দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুন দুজনেই প্রচারণা শুরু করেন। প্রথম স্ত্রী নাছিমাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেন রেজাউল হক। কিন্তু প্রথম স্ত্রী নাছিমা রাজি হননি।

নাছিমা মাড়িয়া ইউনিয়নের শিকদারী এলাকায় রেজাউল হকের নিজ বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুন বাগমারা উপজেলা পরিষদের ভবানীগঞ্জের একটি ভাড়া বাড়িতে থাকেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগে দুজনের কেউই রাজনীতিতে যুক্ত ছিলেন না।

মাড়িয়া ইউপি চেয়ারম্যান রেজাউল হক লেদা সমকালকে বলেন, ‘ছোট স্ত্রীর কোনো সন্তান নাই। সে শিক্ষিত। তাকে স্থানীয় কাউন্সিলর ও মেম্বাররা প্রার্থী করেছেন। আর প্রথম স্ত্রী নাছিমা বেগমকে স্থানীয় বখাটেরা প্রার্থী করেছে। তার মাথার তারকাটা। তাকে এবার দিয়ে ৯ বার তালাক দেওয়া হয়েছে। কিন্তু সন্তানের জন্য বারবার ফেরত নিয়েছি। তবে এবার আর গ্রহণ করার সুযোগ নেই।’ তিনি বলেন, ‘তালাকের কাগজ বৃহস্পতিবার পাঠিয়েছি। রোববার-সোমবার পেয়ে যাবে।’

এ বিষয়ে নাছিমা বেগম বলেন, ‘তালাকের বিষয়টি শুনেছি। কোনো কাগজ পাইনি। স্বামীর সঙ্গে নিজ বাড়িতেই আছি। জয়-পরাজয় ও ভোটের ব্যবধানই প্রমাণ করবে কোন স্ত্রী কেমন জনপ্রিয়।’

রেজাউল হক লেদার দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুন বলেন, ‘আমার স্বামীই আমাকে প্রার্থী করেছেন। বলেছেন, তুমি শিক্ষিত মানুষ। প্রার্থী হও। আমি বলেছিলাম, প্রথম স্ত্রী যেহেতু প্রার্থী হয়েছেন, তার পক্ষেই থাকি। কিন্তু স্বামী মানেননি। তার ইচ্ছাতেই রাজনীতিতে নেমেছি।’

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাগমারা, মোহনপুর ও দুর্গাপুরে সংরক্ষিত সদস্য পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মাড়িয়া ইউপির চেয়ারম্যানের দুই স্ত্রী নাছিমা বেগম ও ফিরোজা খাতুন প্রার্থী হয়েছেন। অন্য পাঁচ প্রার্থী হলেন- পারুল বিবি, সুলতানা পারভীন, রাবেয়া খাতুন, লাল বানু ও নারগিস বিবি।

Back to top button