আন্তর্জাতিক

লন্ডনে বোনকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশে বৃহস্প‌তিবার সকা‌লে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্প‌তিবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ড‌নে পৌঁছে‌ছেন তিনি । বর্তমানে লন্ডনেই অবস্থান করছেন শেখ রেহানা।

শেখ রেহানার জন্মদিনে দুই বোন কাছাকাছি না থাকতে পারলেও প্রধানমন্ত্রীর লন্ডন ও নিউইয়র্ক সফরকালে বিমানবন্দরে দেখা হয়ে গেলো। এ সময় ছোট বোনকে বুকে জড়িয়ে ধরেন বড় বোন শেখ হাসিনা।

দুজনের আবেগময় ছবি সফরে থাকা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে দুজনকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। এসময় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার সাইদা মুনা তাস‌নিম প্রধানমন্ত্রীকে বিমানবন্দ‌রে স্বাগত জানান।

Back to top button