শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিয়ানীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুলিশের মতবিনিময় সভা

বিয়ানীবাজার টাইমসঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিয়ানীবাজার পুজা উদযাপন পরিষদের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নের্তৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মন্ডবের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বিয়ানীবাজার থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা থাকবে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়। তিনি জানান, পূজা মন্ডপের নিরাপত্তায় পুলিশ সবসময় তৎপর থাকবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানসহ বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বে থাকা নের্তৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা এবং ৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব।