বিয়ানীবাজার সংবাদ

সিলেট জেলা পরিষদ নির্বাচন, বিয়ানীবাজার ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩ পদে একক চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন খানসহ ৭৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান থাকায় তিনিই হচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শেষ দিনে সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমাদান করেন।

তিন পদে ৯০ প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ৭৩ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।

সবচেয়ে বেশি প্রার্থী বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত ৮নং ওয়ার্ড, এই ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন ৯ প্রার্থী। মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন বর্তমান সদস্য মোঃ নজরুল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি খসরুল হক,চারখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমদ আলী, মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আরবাব খান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়েজ আহমদ, সাবেক ছাত্রনেতা আলিম উদ্দিন সুমন।

Back to top button