বিয়ানীবাজারে এসএসসি সমমান পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপস্থিত ৪৪ জন

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সারা দেশে বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি এবং ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সারা দেশের ন্যায় এবার বিয়ানীবাজার উপজেলার ৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৪৪৬ পরীক্ষার্থীর মধ্যে ৪৪০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ৪৪ জন।
এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ ঘণ্টা। তার মধ্যে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রে ঢুকেন পরিক্ষার্থীরা।। আগের প্রচলিত নিয়মে ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। দীর্ঘদিন পরে পরীক্ষায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকিয়ে কেন্দ্রের গেইটের সামনে অপেক্ষা করতে থাকেন অবিভাবকরা। সন্তান পরিক্ষার হলে কী করছে তখন যেন সেই দুশ্চিন্তা ভর করে তাদের। এতো দিনের পরিশ্রম ফলটা যেন ভালো হয়, প্রার্থনা অবিভাবকদের।
বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরিক্ষার্থী ছিলেন ৩৮৭৪ জন, অংশগ্রহণ করেছেন ৩৮৪৪ জন এবং মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিলেন ৪৯৭জন, উপস্থিত ছিলেন ৪৮৫ জন পরিক্ষার্থী। এছাড়াও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনালে মোট পরিক্ষার্থী ৭৫ জনের মধ্যে অংশগ্রহণ করেছেন ৭৩।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান বলেন, পরীক্ষার প্রথম দিনে রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মধ্যে ৪৪ জন অনুপস্থিত ছিলেন।