প্রবাস

কাতারে ঘুমন্ত অবস্থায় প্রবাসীর মৃত্যু

কাতার প্রতিনিধিঃ জীবিকার তাগিতে ৬ বছর আগে কাতার প্রবাসী হয়েছিলেন মিরসরাইয়ের জহির উদ্দিন (৪৭)। এক ছেলে এক মেয়ে ও স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে মোটামুটি সুখেই কাটছিলো তার জীবন।

কিন্তু হঠাৎ রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন জহির উদ্দিন। পরিবারে নেমে আসে অন্ধকারের কালো ছায়া।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ রুমে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত জহির উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী গ্রামের আরব আলী মিস্ত্রি বাড়ির মরহুম নিজাম উদ্দিনের বড় ছেলে।

তিনি মধ্যপ্রাচ্যের কাতারে দীর্ঘ ৬ বছর ধরে একটি মালিকানাধীন কোম্পানির আওতায় গাড়ি চালাতেন।

বিষয়টি নিশ্চিত করে সৈদালী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইয়াসিন মিয়া বলেন, জহির উদ্দিন আমার সমবয়সী।

তার মৃত্যুর সংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলাম না। গতকাল রাতের কোন এক সময়ে সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছে।

তার দুটি সন্তান রয়েছে। বড় মেয়ে অনার্সে পড়ছে এবং ছোট ছেলে স্কুলে পড়ছে।

Back to top button