কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তামিম

যুক্তরাজ্যের এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পরীক্ষার্থীদের অনেকেই আশা জাগানিয়া ঈর্ষণীয় ফলাফল করেছেন।
ব্রিটিশ বাংলাদেশি মহাম্মাদ তামিম উদ্দিন মোসবোর্ন একাডেমী থেকে এ লেভেল পরীক্ষায় চার বিষয়ে (রসায়ন,পদার্থবিদ্যা, গণিত এবং ফার্ডার গণিতে) এ স্টার পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ডাক পেয়েছে বিশ্ববিক্ষাত বিশ্ববিদ্যালয় কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াশুনা করার জন্য বেছে নিয়েছেন।
তামিম আগামীতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
দুই ভাই এবং দুই বোনদের মধ্যে তামিম দ্বিতীয়, লন্ডন হেকনির বাসিন্দা তার বাবা গিয়াস উদ্দিন, দেশের বাড়ি সিলেটের বালাগঞ্জ থানার রাশিদ পুরে।
তার মাতা সায়েদা রিক্তা খাতুন, তাদের ছেলের এই সাফল্যে অভিভূত। তাঁরা সবার কাছে দোঁয়া চেয়েছেন। তামিম যেন তার এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে। বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং ব্রিটিশ বাংলাদেশি হিসাবে উজ্জ্বল ভূমিকা রাখতে পারে।