সিলেট যুবদলের সাধারন সম্পাদক আটক মকসুদকে নাশকতা মামলায় কারাগারে প্রেরন

টাইমস ডেস্কঃ সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে নাশকতার মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান- পূর্বের একটি নাশকতার মামলায় বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে মকসুদকে গ্রেফতার করে র্যাব-৯। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করলে আমরা তাকে আদালতে প্রেরণ করি। আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর মকসুদ আহমদ তৃনমূল যুবদল নেতাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের পূর্বে তিনি সিলেট জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।