খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ, রয়েছেন শান্ত!

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ। আজ বুধবার ১৪ সেপ্টেম্বর দুপুরে এই দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষদিন ১৫ সেপ্টেম্বর হলেও একদিন আগেই দল ঘোষণা করলো বাংলাদেশ।
এদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে দল ঘোষণা করে ফেলেছে। এখন পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড দল ঘোষণা করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যেই।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, শান্ত, সাব্বির রহমান, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ।