সারাদেশ

প্রেমিকের বাড়িতে ৪ ঘণ্টা অনশনের পর বিয়ে

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন আরিফা আক্তার নামের এক প্রেমিকা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিতিতে ও দুই পরিবারের সম্মতিতে প্রেমিক রিয়াদ মিজির সঙ্গে আরিফার বিয়ে সম্পন্ন হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া মিজির বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আরিফার বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পার রামরামপুর ইউনিয়নের ভাতখাওয়া গ্রামে। তার বাবার নাম আমিন উল্ল্যাহ। ঢাকার টিকাটুলি এলাকায় রিয়াদ ও আরিফা পাশাপাশি বাসায় থাকতেন। সেখানেই প্রায় ছয় বছর আগে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ৯ সেপ্টেম্বর বিদেশে যাওয়ার উদ্দেশে এলাকায় চলে আসেন রিয়াদ। এতে দুজনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক পর্যায়ে মঙ্গলবার রিয়াদের গ্রামের বাড়িতে চলে আসেন আরিফা। এসময় বিয়ের দাবিতে চার ঘণ্টা অনশন করেন তিনি। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবেদ ঘটনাস্থলে হাজির হন।

এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের সম্মতিতে রাত ৯টার দিকে ২ লাখ ৫০ হাজার টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ-আলম শেখ জাগো নিউজকে জানান, উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বিষয়টি একান্তই তাদের পারিবারিক এবং তারা পারিবারিকভাবেই এর সমাধান করেছে।

Back to top button