সারাদেশ

সিঙ্গাপুর যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে অবশেষে না ফেরার দেশে

ভাগ্যের লিখন না যায় খন্ডন। অভাবের সংসারে সচ্ছলতা আনতে পরিবারের শেষ সম্বলটুকু বিক্রি করে সিঙ্গাপুর যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন মেহেদী হাসান। সোনার হরিণের আশায় ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ারও কথা ছিল তার।

কিন্তু সেই আশা আর পূরণ হলো না। ভাগ্যের নির্মমতায় ১০ সেপ্টেম্বর সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদি হাসানের মৃত্যু হয়েছে।

মেহেদী হাসান সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের সামাদ শেখের ছেলে।

প্রতিবেশীরা জানান, অভাবের সংসারে শেষ সম্বলটুকু বিক্রি করে ও ঋণ নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে মেহেদী হাসানের পরিবার। মঙ্গলবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করার কথা ছিল। কিন্তু শনিবার সকালে বাড়ির বৈদ্যুতিক তার অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মেহেদী হাসান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম।

Back to top button