সারাদেশ

ষাটোর্ধ্ব ভিক্ষুক ধরিয়ে দিলেন ছিনতাইকারীকে!

তরুণীর স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় রাজধানীতে সবুজ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। পালানোর সময় মূলত বাবর মিয়া নামে একজন ষাটোর্ধ্ব ভিক্ষুক তাকে জাপটে ধরে আটকে ফেলেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী আঁখি মনি সিভা উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় অফিস শেষে বাড়ি ফেরার পথে উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে তার গলার চেইন টান দিয়ে দৌড় দেয় ছিনতাইকারী সবুজ। সিভা চিৎকার করলে আশেপাশের লোকেরা সবুজের পিছু নেয়। এ সময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন। এরপর জাপটে ধরেন। পরে আশেপাশের লোকসহ তাকে পুলিশে ধরিয়ে দেয়।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসীন ঢাকাটাইমসকে বলেন, পুলিশের ভয়ে সবুজ সেই চেইন গিলে ফেলে। পরে আবার বমি করিয়ে সেই চেইন উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা করা হয়েছে।

আটক ছিনতাইকারী সবুজ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে। আর ভিক্ষুক বাবর মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

Back to top button