
গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার নবগঠিত কমিটির সভাপতি মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ নির্বাচিত হওয়ায় স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
রবিবার (১১ই সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবারও চৌমুহনীর এসে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজাহান আহমদের সভাপতিত্বে পথসভার আয়োজন করা হয়।
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান নেহাদ, উপজেলা যুবদলের সদস্য জিয়া আহমদ, সালাউদ্দিল, মিজান আহমদ, হোসেন আহমদ, সেবুল আহমদ, মহসিন আহমদ, সুলতাম মাহমুদ, পৌর যুবদলের সদস্য সেলিম চৌধুরী, জামান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, যুগ্ম আহবায়ক জাহেদুর রহমান শিপু,ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মতিউর রহমান মুমিন, সদস্য ফাহিম আহমদ, বুধবারি বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল কবির, যুগ্ম সম্পাদক আব্দুল শুক্কুর মামুন, সহ সাধারণ সম্পাদক রেদওয়ান হুসেন নয়ন, ভাদেশ্বরে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম উদ্দিন, আমুড়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক নিশাদ আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আহমদ, যুবদল নেতা আব্দুল মালিক, সায়েম আহমদ, আবুল হোসেন, বাদল আহমদ ইরা, শাহিন, আলতাফ হোসেন, মান্না, শাহাজাহান আহমদ, সুমন আহমদ, হোসেন আহমদ, মান্না, শিপু, সিজান, জীবন, ইমন, এমরুল, শাফি, রনি আহমদ প্রমুখ।