সারাদেশ
বিলে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

টাইমস ডেস্কঃ খুলনার ডুমুরিয়ায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মর্মা ন্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৯ সেপ্টে ম্বর ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন – নাজমুল হোসেন মোড়ল (৩২) ও তার ছোট ভাই এনামুল ইসলাম মোড়ল (২৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেনপাড়া বিলে মাছ ধরতে যান নাজমুল ও এনামুল। বিকেল সাড়ে ৫ টার দিকে বজ্র পাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা ডুমুরিয়া উপজেলার ৮ নং শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেন পাড় গ্রামেন মৃত হাচেন মোড়লের ছেলে।