বিয়ানীবাজারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার পৌরসভার শহীদটিলা থেকে মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া কাজিরবাজার সড়কের মেরামত কাজ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নরুল ইসলাম নাহিদ এমপি। শুক্রবার সকাল থেকে এ সড়কের মেরামত কাজ পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে সাংসদ নাহিদ বলেন, করোনা মহামারি ও বন্যায় উন্নয়নকাজে ধীরগতি হয়েছে। সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় মেরামত কাজ চলমান থাকায় শহীদটিলা-কাজিরবাজার সড়কের মতো অনেক সড়কের কাজ বন্ধ হয়ে যায়। তিনি দ্রুত কাজ শেষ করার জন্য দায়িত্বশীলদের নির্দেশনা দিয়ে বলেন, কাজের যথাযথ মান বজায় রেখে মেরামতকাজ যাতে সম্পন্ন হয় সেদিকে নজর রাখতে হবে। কোন অবস্থায় অনিয়ম হতে দেয়া যাবে না।
গত ২ সেপ্টেম্বর সিলেটে আসেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ৩ সেপ্টেম্বর থেকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন সভা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।