সিলেট

অবৈধভাবে পাথর উত্তোলন, দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক- সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর উত্তোলন করায় দায়ে দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ জরিমানা করেন।

সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযান চলাকালে জরিমানার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়েছে। যাদের জরিমানা করা হয়েছে তারা আগামীতে একই কর্মকাণ্ড করলে আর বেশি পরিমাণে জরিমানার পাশাপাশি কঠোর দণ্ড দেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, মো. আলমগীর হোসেন, মোহাইমিনুল হক, আইয়ুম হোসেন প্রমুখ।

অভিযানে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

এদিকে স্থানীয় এলাকাবাসী আবদুস শুকুর, রাজু, হুমায়ুন, ফারুক, আলমগীর, রফিক জানান, পরিবেশ অধিদপ্তর আসামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চলে যায়। কিন্তু রহস্যজনকভাবে শ্রীপুর কোয়ারীসহ শ্রীপুর বাগান এবং আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেনি।

Back to top button