বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে যুব জমিয়তের সীরাত কনফারেন্স ও নাশীদ অনুষ্ঠান কাল

বিয়ানীবাজারঃ যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে সীরাত কনফারেন্স ও নাশীদ এর আয়োজন করা হয়েছে।
্কাল বৃহস্পতিবার বিয়ানীবাজারস্থ ইসলাম কনভেনশন হলে সীরাত কনফারেন্স ও নাশীদ অনুষ্টিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ মাওলানা জিয়া উদ্দিন, প্রধান আলোচক হিসেবে থাকবেন যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ মাওলানা তাহফিমুল হক ও যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামালসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতা কর্মী।
অনুষ্টানে নাশীদ পরিবেশনা করবেন বাংলাদেশের সাড়া জাগানো শিল্পী আহমদ আব্দুল্লাহ ও শেখ এনামসহ ইসলামী সংগীত শিল্পীরা।