সিলেট
ধর্ষণ মামলার আসামী বিয়ানীবাজারের যুবক গ্রেপ্তার

সিলেটঃ সিলেট র্যাব-০৯ এর বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত যুবক শিব্বির আহমদ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকার নাজমুল ইসলামের পুত্র। সে একটি ধর্ষণ মামলার প্রধান আসামী বলে এক ইমেইল বার্তায় জানিয়েছেন র্যাব-০৯ এর দায়িত্বশীলরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল ( ০১ আগস্ট) সোমবার সিলেট জেলার এয়ারর্পোট থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানার অপহরণ পূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি শিব্বির আহমদ (২১)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মঙ্গলবার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।