বড়লেখামৌলভীবাজার

বিয়ানীবাজারের মাদকসেবীকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগের রায় দিলেন বড়লেখা আদালত

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (২৬ জুলাই) মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী রাতুল দাসের বিরুদ্ধে ব্যতিক্রমী রায় ঘোষণা করেছেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক সাজার মেয়াদকালীন একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের শর্তে সাজাপ্রাপ্ত এ আসামীকে সংশোধনের সুযোগ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামী রাতুল দাস বিয়ানীবাজার উপজেলার উত্তর পাড়িয়াবহর গ্রামের মৃত রনেন্দু ভূষণ দাসের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের ১৭ জুলাই রাতে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজার সংলগ্ন স্থান থেকে মদ্যপ অবস্থায় রাতুল দাসকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে থানা পুলিশের এসআই শরীফ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতুল দাসের বিরুদ্ধে মামলা করেন। পরদিন আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে।

ডাক্তারি পরীক্ষা ও স্বাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্তক্রমে আদালত ‘দি প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স-১৯৬০ এর ৫ ধারার বিধান অনুযায়ী, আসামীকে এক বছরের জন্য ৬ শর্তে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করা হয়।

বড়লেখা চৌকি আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন জানান, বিজ্ঞ আদালত মাদক মাললায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী রাতুল দাসকে সংশোধনের সুযোগ দিয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের শর্তে প্রবেশন রায় ঘোষণা করেছেন।

Back to top button