
টাইমসঃ সিলেটের গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে যুবককে গলা কেটে হত্যার পর ঘরে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ বলে পুলিশের একটি সুত্র নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শাহীন, লুৎফুর, আলী হোসেন, আলম হোসেন,বেলায়েত হোসেন, কাজী কামাল, আব্দুন নুর জসীম উদ্দীন, হাবিবুল্লাহ মিসবাহ, অলিউল্লাহ ।
নিহত আব্দুল কাদির গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি চার বছর আগের একটি হত্যা মামলার আসামি ছিলেন।
শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাতে পূর্বের হত্যাকাণ্ডের জের ধরে স্থানীয় দক্ষিণ লাবু এলাকায় এ হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন দেয়া মূল আসামি লুৎফুরকে গ্রেফতার করা হয়েছে এবং খুনের অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। সৌজন্যঃ সিলেটপ্রতিদিন