সিলেট
সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট নগরীর জল্লারপাড় থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’ পুলিশ।
আটক ব্যক্তির নাম সজল ঘোষ (৪৬) , তার পিতার নাম মৃত উষা রঞ্জন ঘোষ।
সোমবার(২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তাকে জল্লারপাড়স্থ মেসার্স মুন্নি ফার্মেসী নামক ঔষধের দোকানের সামনে থেকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’ পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব আবুল হোসেন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।