সিলেট

সিলেটেও সম্পন্ন হলো পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান

নিউজ ডেস্কঃ সম্ভাবনা আর সক্ষমতার প্রতিক, সবচেয়ে বৃহৎ অবকাঠামোর পদ্মাসেতুর উদ্বোধন করেছেন বঙ্গবন্ধুন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই সেতুর উদ্বোধন করেছেন। ভয়াবহ বন্যার কবলে পড়ায় পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে সিলেটে বড় কোনো আয়োজন না থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিল সিলেটও।

শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মাসেতুর উদ্বোধন, সুধী সমাবেশ প্রভৃতি সরাসরি দেখানো হয়। মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বেলুন উড়ান অতিথিরা।

এ সময় সিলেএ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বেট করা হয়।

Back to top button