
গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জের বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী মোঃ হেলাল উদ্দিন।শনিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়। এই প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ি মোট ৯টি কেন্দ্রের মোট ১৩১৪০ ভোটারদের মধ্যে মোট কাস্টিং সংখ্যা ৭৯৫৮টি যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭ হাজার ৮২২টি এবং অবৈধ ভোটের সংখ্যা ১৩৬টি।
এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী টেলিফোন মার্কা নিয়ে মোঃ হেলাল উদ্দিন ২৩৮৭টি ভোট পেয়ে ৫৯৭টি ভোটের ব্যবধানে জয় লাভ করেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক স্বতন্ত্র প্রার্থী হালিমুর রসিদ। যিনি আনারস মার্কা নিয়ে ১৭৯০টি ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া নিয়ে ইকবাল আহমদ ৯৩০টি, জমিয়তে ইসলাম বাংলাদেশ খেজুর মার্কা প্রতীক নিয়ে মোহাম্মদ খলিলুর রহমান ৯২১টি, স্বতন্ত্র প্রার্থী মোঃ নুর উদ্দিন চসমা নিয়ে ৯১১টি, স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল হোসেন আটোরিক্সা নিয়ে ৫০২টি, বাংলাদেশ আওমী লীগ মনোনীত নৌক প্রতীক নিয়ে মোঃ আব্দুর রকিব ২৯৩টি এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল মুতলিব মটোর সাইকেল নিয়ে ৮৮টি ভোট পান।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা দায়ীত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।