বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারস্ত কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুয়েল আহমদ নামের এক যুবকের বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদের সামনে গাড়ি পার্কিং করে জুয়েল তার জরুরি কাজে গেলে ফিরে এসে আর গাড়ি পাননি। অনেক খোঁজাখুঁজির পর গাড়ি না পেয়ে তিনি বিয়ানীবাজার থানায় জিডি করেছেন। জিডি নং ৮০৮।
মোটরসাইকেল মালিক জুয়েল আহমদ বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে আমার মোটরসাইকেল রেখে জরুরি কিছু কাজে যাই। এক ঘন্টা পর কাজ থেকে ফিরে এসে দেখি আমার গাড়ি নেই। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়রি করেছি। ‘