সিলেট

দক্ষিণ সুরমায় ৭ জুয়াড়ি গ্রেপ্তার

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ১৫ জুন ) দিবা গত রাত সাড়ে ১২ টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ফেরী ঘাট এলা কাস্থ হারুন মিয়ার কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন – জুয়েল আহমদ (৩৫), জাহের আহমদ (৪৫), মোহাম্মদ আলী সাগর (৪৩), মো. জাহাঙ্গীর (৩৫), রুবেল (৩০), চিত্ত রঞ্জন পাল (৫৫) ও ইব্রাহিম (৪০)।

আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক গ্রেপ্তার কৃতদের বৃহস্পতিবার (১৬ জুন) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুত্র নিশ্চিত করেছে।

জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।

Back to top button