সিলেট

আবারো প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল

টাইমস ডেস্কঃ অব্যাহত বর্ষণ ও উজানের ঢলে সিলেটের প্রধান প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে সিলেটের নিম্নাঞ্চল। দেখা দিয়েছে চতুর্থ দফা বন্যা।

সুরমার পানি উপচে টইটম্বুর নগরীর রাস্তাগুলো। পানি ডুবে গেছে নগরীর ছড়ারপাড়, মাছিমপুর, মেন্দিবাগ, সোবহানীঘাট, উপশহরের মুখ ও চালিবন্দরের একাংশ। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে প্রচুর বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ছে, এজন্য সতর্কতা জরুরি। সুনামগঞ্জ শহরের বিভিন্ন অলিগলি ও বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে।

এদিকে সিলেট বিভাগের সিলেট জেলার নিম্নাঞ্চল, সুনামগঞ্জে ছাতক, দোয়ারা ও বিশ্বম্ভরপুরে পানি ক্রমেই বাড়ছে। বন্যার পানি বাড়ছে সিলেট সদর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায়।

সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে পানি ওঠায় ছাতকের সঙ্গে সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলা শহরের সঙ্গে দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন।

Back to top button