বিয়ানীবাজারে চলছে কৃষকলীগের সম্মেলন, ফেসবুকে সম্মেলন স্থগিতের কেন্দ্রীয় নির্দেশ!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সম্মেলনকে ঘিরে দেখা দিয়েছে নানা নাটকীয়তা। আজ মঙ্গলবার পূর্ব নির্ধারিত কৃষক লীগের সম্মেলন উপজেলা মেওয়া সেলিমবাগ কমিউনিটি সেন্টারে চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারন সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির স্বাক্ষরিত একটি প্যাডে সম্মেলন স্থগিতের নির্দেশনা ছড়িয়ে পড়েছে।
এব্যাপারে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্মেলন স্থগিতের খবরটি সত্য। তিনি এসময় বিয়ানীবাজারের নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে সম্মেলন স্থগিতের কেন্দ্রীয় সিন্ধান্তকে সাধুবাদ জানান।
এদিকে, মেওয়াতে চলা বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সম্মেলনের ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলে বিয়ানীবাজার কৃষক লীগের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে, সম্মেলনস্থলে নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন চলছে, সেখানে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন।
প্রসঙ্গত, দুই দিন আগে কৃষক লীগের সম্মেলন নিয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের স্থানীয় একটি অনলাইন টিভি ভয়েস অফ বিডিতে দেয়া একটি সাক্ষাতকারকে কেন্দ্র করে সম্মেলন নিয়ে শুরু হয় বিভিন্ন নাটকীয়তা। ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের বক্তব্যের নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামীলীগ ও সিলেট জেলা কৃষক লীগ প্রতিবাদলিপি গনমাধ্যমে প্রেরন করেন।
জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে আবুল কাশেম পল্লবের দেয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ বিবৃতিতে সংগঠনের এখতিয়ার বর্হিঃভূত কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানিয়ে বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান। একই সাথে বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সম্মেলন আয়োজন সাংগঠনিক নিয়ম মেনে হচ্ছে এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই বলে প্রতিবাদ বিবৃতিতে দায়িত্বশীলরা জানান।
এদিকে, গতকাল সোমবার রাতে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ এক বিবৃতিতে সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতি সভাপতি আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, কৃষক লীগের সম্মেলন করার এখতিয়ার জেলা কৃষক লীগের। এখোনে সিলেট জেলা আওয়ামী লীগের কিছু করার নেই। সেজন্য কৃষক লীগের মিথ্যা প্রচারণা চালানো ও বিচ্ছিন্নভাবে এধরনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।