সিলেটে পাহাড়ে বসতি, ঝুঁকিতে লাখ লাখ মানুষ

নিউজ ডেস্কঃসিলেটে অবিরাম বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে আতঙ্ক। পাহাড় ধসে মারা যাচ্ছে মানুষ। গত সোমবার ভোর রাতে জৈন্তাপুরের চিকনাগুলে একই পরিবারের চার জন পাহাড় চাপায় মারা গেছেন। আগের দিন ফেঞ্চুগঞ্জে পাহাড় ধসে ১০টি পরিবারের ঘর মাটির সঙ্গে মিশে গেছে। এরপরও টনক নড়ছে না। সিলেটে পাহাড়ের পাদদেশে এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে লাখ লাখ মানুষ। পাহাড় কেটে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে তারা। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হলেও কেউ শুনছে না সে কথা। এজন্য সিলেটে পাহাড় ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
৮ নম্বর ওয়ার্ডের হাওলাদারপাড়ার জগৎ টিলা। প্রায় দেড়শ’ ফুট টিলা কর্তন করে গেল কয়েক বছরের বসতি গড়ে তোলা হয়েছে। প্রায় ৩শ’ ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। কয়েকশ’ পরিবার এই টিলায় বসবাস করছে। গতকাল রাতেও সিলেটে অবিরাম বৃষ্টি হয়। এই সময় টিলার উপরের অংশ ধসে পড়ে একটি ঘরের উপর। এতে কেউ হতাহত হয়নি। কিন্তু টিলার মাটির চাপে গোটা ঘরই মাটির সঙ্গে মিশে গেছে। এরপরও টিলাগড় পাদদেশে বসবাসকারী প্রায় ৩শ’ পরিবার সেখান থেকে সরছে না। ওই এলাকার স্থানীয় কাউন্সিলর ইলিয়াসুর রহমান জানিয়েছেন ‘খুব আতঙ্কে আছি জগৎ টিলার নিচের বাসিন্দাদের নিয়ে। তাদের সাবধানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।’ স্থানীয়রা জানিয়েছেন- এই ওয়ার্ডের সাবেক এক কাউন্সিলর ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে লোকজনের কাছে টিলার জমি বিক্রি করে বসতি নির্মাণের সুযোগ দিয়েছেন। এখনো প্রতি রাতে চলে টিলাকাটা। চলে নতুন করে বসতি স্থাপনের প্রক্রিয়া। কেউ প্রতিবাদ করলে চোখ রাঙানি আসে। এ কারণে কেউ প্রতিবাদও করেন না। প্রশাসনও এই টিলা নিয়ে নির্বিকার।
হাওলাদারপাড়ায় শুধু জগৎ টিলায়ই নয়, মজুমদার টিলা, গ্রিন সিটিসহ কয়েকটি স্থানে দুইশ’ থেকে আড়াইশ’ ফুট উচ্চ টিলা কেটে আবাসিক এলাকা নির্মাণ করা হয়েছে। মজুমদার টিলার নিচে কমপক্ষে ১২টি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। গ্রিন সিটি আবাসিক এলাকায় ৫০টি বাসা নির্মাণ করা হয়েছে। প্রায় হাজারো মানুষ শুধু হাওলাদারপাড়ায়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। স্থানীয়রা জানিয়েছেন- শুটিং ক্লাবের পাশে টিলার উপর বড় ফাটলের সৃষ্টি হয়েছে। যদি ওই টিলা ধসে তাহলে কয়েকশ’ পরিবার মাটির নিচে চাপা পড়বে। রাতে বৃষ্টি হলে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বাড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। সিলেট নগরীর বালুচর পুরোটাই ছিল টিলাভূমি।
এখন সেখানে অর্ধেকের বেশি এলাকায় টিলা কেটে বাড়ি নির্মাণ করা হয়েছে। এমনকি উচ্চ দালান, বাংলো বাড়িও নির্মাণ করা হয়েছে। উরাং সম্প্রদায়ের চন্দন টিলা। তাদের সর্বশেষ চিহ্ন। ওই চন্দন টিলা রাতের আঁধারে কেটে নেয়া হচ্ছে। এতে করে আদি সম্প্রদায় উরাংদের দখলে থাকা একমাত্র পাহাড় কেটে বসতি নির্মাণ করছে স্থানীয় ভূমিখেকো চক্রটি। এ নিয়ে প্রায় দুই মাস আগে থেকে উত্তেজনা বিরাজ করছে। মামলাও হয়েছে। এরপরও চন্দনের টিলা দখলের উদ্দেশ্যে কেটে ফেলার প্রক্রিয়া থামছে না। চন্দন টিলার বাসিন্দা মিলন উরাং জানিয়েছেন- স্থানীয় মছব্বির, তার ভাই আবুল বশরসহ কয়েকজন মিলে বালুচরে টিলা কাটছে।
জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের তিনটি ওয়ার্ড এলাকা পুরোটা টিলাভূমি। পূর্ব সাতজনি গ্রামসহ আশপাশের এলাকায় টিলা কেটে বাড়ি নির্মাণ করে কয়েকশ’ পরিবার বসবাস করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানিয়েছেন- পূর্ব সাতজনি গ্রামে যে চারজন মারা গেছেন তারা টিলার মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন। এরপর থেকে প্রশাসনের নির্দেশে আমরা সতর্ক আছি। অবিরাম বৃষ্টির কারণে টিলার মাটি নরম হয়ে ধসে পড়ছে বলে জানান তিনি। এদিকে- জৈন্তাপুর ছাড়া, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জসহ কয়েকটি উপজেলায় লাখো মানুষ টিলা কেটে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা টিলা ধসে ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন- গত রোববার রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের উত্তর আশিঘরে পাহাড় ধসে ৬টি ও মাইঝগাঁও ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামে আরও চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সদর ইউনিয়নের সত্তিশ গ্রামে অন্তত ২০টি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।
সবমিলিয়ে ফেঞ্চুগঞ্জে হাজারো পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন মানবজমিনকে জানিয়েছেন- আমরা স্থানীয় ইউএনও, জনপ্রতিনিধিদের টিলা কাটা রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি। আমরাও অভিযান পরিচালনা করি। তিনি জানান- সিলেটের পরিবেশ অধিদপ্তরে বর্তমানে পাহাড় কাটার ১৭১টি মামলা চলছে।
এর বাইরে দেড় বছরে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এনফোর্সের মাধ্যমে পাহাড় কাটায় ১ কোটি ৪৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম জানিয়েছেন- ‘পাহাড় টিলা ধসে মানুষের মৃত্যুর ঘটনা ঘটবেই। জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট কোথায় টিলা কাটা হচ্ছে না? একের পর এক টিলা কাটা চলছে। মানুষ আমাদের কাছে পরিচয় গোপন রেখে তথ্য জানায়। আমরা পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মহোদয়কে হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করি। এক সময় ফোন করেও সাহায্য চেয়েছি। কিন্তু প্রতিকার নেই।’ সুত্র: মানবজমিন।