এসেছে লাশ, শোকের মাতম সেই অলিউরের বাড়িতে

অতিথি প্রতিবেদকঃ গিয়েছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে চাকুরি করে পরিবারের হাল ধরতে, বাড়িতে ফেরত আসলেন সাদা এ্যাপ্রোনে মোড়ানো কফিনে লাশ হয়ে। বাড়িতে লাশ আসার চিত্র দেখতে আসা মানুষের মধ্যে চলছে শোকের মাতম। সংসারের একমাত্র উপার্জনক্ষম তরুণ ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। তার এই মৃত্যু কিছুতে মেনে নিতে পারছেননা ছোট ভাই-বোনসহ গ্রামের কেউই। স্বজনদের আহাজারিতেও আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
অলিউর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আশিক মিয়ার ছেলে। পরিবারের ৪ ভাই ও ২ বোনের মধ্যে অলিউর বড়। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে প্রায় ৪ মাস আগে একই গ্রামের বাসিন্দা ঠিকাদার মামুন মিয়ার মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজে যোগ দেন তিনি।
সোমবার সকালে অলিউরের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে এক নজর দেখার জন্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন। পরে বেলা ২টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অলিউরের বাবা আশিক মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, ছেলেটা সর্বশেষ ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে আসে। কয়েকদিন ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যায়। অগ্নিকাণ্ডের দুই ঘন্টা আগে ছেলে ফোন করে জানায়, ছোট বোনের পড়ার খরচ হিসাবে এক হাজার টাকা পাঠালাম। কে জানতো আমার ছেলে এভাবে চলে যাবে?
এলাকাবাসী জানান, ছেলেটা খুব নম্র ভদ্র স্বভাবের ছিল। তার এ অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে আহবান জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী জানান, সীতাকুণ্ডে নিহত অলিউরের পরিবারকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের মাধ্যমে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আগামীতেও অলিউরের পাশে জেলা ও উপজেলা প্রশাসন থাকবে বলে জানান তিনি।