সিলেটে কৃষক লীগ নেতাকে আজীবন বহিষ্কার

নিউজ ডেস্কঃ জেলা ও কেন্দ্রীয় নেতার ওপর হামলার অভিযোগে সিলেটে এক কৃষক লীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এক বছরের জন্য স্থগিত করা হয়েছে আরেক নেতার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বহিষ্কার ওসমানীনগর উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো আব্দুল হামিদকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার এবং সাবেক আহ্বায়ক মোস্তাক আহমেদের সব সাংগঠনিক কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো আব্দুল হামিদকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার ও সাবেক আহ্বায়ক মোস্তাক আহমেদের সব সাংগঠনিক কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি দেওয়ান জয়নাল আবেদিন ও জেলা সভাপতি শাহ নিজাম উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দের ওপর হামলা, মারধর ও লাঞ্ছনা ও ইন্দন জোগানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।