বড়লেখায় নিজ বসতঘরে আগুন দিলো মাদকসেবী যুবক

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় নিজের বসতঘরে আগুন দিয়েছে মো. রুবেল আহমদ নামের এক মাদকসেবী যুবক৷ তবে কি কারণে সে নিজের ঘরে আগুন দিয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। বুধবার বিকেলে উপজেলার গাংকুল গ্রামে এই ঘটনা ঘটে৷ সে গাংকুল গ্রামের মৃত মছম আলীর পুত্র।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে গাংকুল গ্রামে রুবেল আহমদ নামের এক মাদকসেবী যুবক হঠাৎ তার নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক বড়লেখা ফায়ার সার্ভিস অফিসে জানালে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১৫ লক্ষ টাকা সমমূল্যের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তবে আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে দক্ষিণ ভাগ (দক্ষিন) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন বলেন, ‘ রুবেল আহমদ নেশাগ্রস্ত। তার আচরণে অতিষ্ঠ হয়ে তার অন্যান্য ভাইয়েরা তার সাথে অনেকটা সম্পর্কহীন। তার স্ত্রীও দীর্ঘদিন থেকে বাবার বাড়ি। এর আগে বিভিন্ন অভিযোগে তাকে থানায় আটক করা হয়েছিলো৷ বুধবার বিকেলে তার নিজ ঘরে আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তার ভাইয়েরা তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জেনেছি।’
বড়লেখা ফায়ারসার্ভিস স্টেশনের সাব অফিসার মো. জাকির হোসেন বলেন ‘ আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ‘