বিয়ানীবাজার সংবাদ

মেয়র প্রার্থী আহবাব হোসেন সাজু’র সমর্থনে ক্লান্তিহীন গণসংযোগ

সিনিয়র প্রতিবেদক : আগামী ১৫ ই জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী ও তাদের ভক্ত সর্থকরা। মেয়র পদে কম্পিউটার প্রতীক নিয়ে নির্বাচন করা আহবাব হোসেন সাজুর সমর্থনে পৌরসভার ৭ নং ওয়ার্ড খাসাড়ীপাড়ায় ব্যপক গণসংযোগ করেছেন তার সমর্থকরা। অবহেলিত ৭ নং ওয়ার্ডকে নিয়ে পুরো পৌরসভাকে বদলে দিতে চান আহবাব হোসেন সাজু এমনটায় জানান তার সমর্থকরা।

এদিকে গণসংযোগ সহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন এই মেয়র পদপ্রার্থী। করোনাকালীন সময় সহ ধর্মীয় বিভিন্ন দিবসে সাধারণ মানুষের পাশে ছিলেন সাবেক এই ছাত্রনেতা।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থী অংশগ্রহণ করছেন তারা হলেন বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র সাত প্রার্থীর মধ্যে আহবাবুর রহমান সাজু প্রতীক (কম্পিউটার),আওয়ামী বিদ্রোহী ফারুকুল হক (চামচ), আব্দুস সামাদ আজাদ (হ্যাঙ্গার), মোহাম্মদ অজি উদ্দিন (নারিকেল গাছ) মোহাম্মদ আব্দুস সবুর (মোবাইলফোন), আওয়ামী লীগ বিদ্রোহী মো. আব্দুল কুদ্দুছ (হেলমেট), সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন (জগ)।আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুস শুকুর (নৌকা), জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙল)এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আবুল কাশেম (কাস্তে) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।2

Back to top button