বিয়ানীবাজারে দুলাল হত্যায় তিন সদস্যর তদন্ত কমিটি- বিয়ানীবাজারে এসপি ফরিদ

নিজস্ব প্রতিবেদকঃ দুলাল হত্যায় পুলিশ জড়িত থাকলে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তিনি মঙ্গলবার নিহত দুলালের বাড়িতে গিয়ে পরিবার ও এলাকাবাসীর সাথে মতবিনিয়ে এসব কথা বলেন।
তিনি সকালে নিহত দুলালের বাড়িতে গিয়ে তার পরিবারের সবাইকে সান্তনা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। এসময় তিনি বলেন, দুলাল একজন নিরিহ মানুষ বলে জেনেছি, সে বড় ধরনের কোনো অপরাধের সাথে জড়িত ছিলোনা। ইতিমধ্যে পুলিশ ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্তের রিপোর্ট জমা দিলে জড়িতদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবেন।
পরে পুলিশ সুপার স্থানীয় পীরেরচক বাজারে প্রতিবাদ সমাবেশে এ ঘটনাটি নিয়ে এলাকার মানুষের বক্তব্য শুনেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে গ্রামবাসীর উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) লুতফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসেন, তিলপারা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার প্রমুখ।