হবিগঞ্জ

চুনারুঘাটে সৎছেলের হামলায় মা-ছেলে আহত

জেলার চুনারুঘাটে সৎছেলের হামলায় মা-ছেলে আহত। গুরুতর আহত মা মোছা. জমিলা খাতুন (৫৩) ও তার ছেলে মো. নাজিম উদ্দিন চৌধুরী এনাম (২২) চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তারা উপজেলার কাপুড়িয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে সৎপুত্র শামছুদ্দিন চৌধুরী ও তার দলবল অসহায় মাপুত্রের জমি দখল করতে আসলে বাধা দিলে হামলায় তারা মা ও ছেলে আহত হন। স্থানীয় লোকেরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সুবিচারের আশায় চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আহতদের পক্ষ থেকে। বিকেলে নাজিম উদ্দিন চৌধুরী এনাম জানান, হামলার পর থেকে তার পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। ফের হামলা হতে পারে।

তাই তারা থানায় অভিযোগ দিয়েছেন। তিনি জানান, হামলাকারীরা অত্যন্ত খারাপ প্রকৃতির। তারা আইন অমান্যকারী। জুলুম করাই তাদের কাজ। তারা পরসম্পদলোভী ও নানা অপকর্মের সাথে জড়িত। তাদের অন্যায় অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমি মাদ্রাসার শিক্ষক। আইনের প্রতি শ্রদ্ধাশীল। পিতা জীবিত থাকা অবস্থায় আমার মায়ের নামে ২৭ শতক জমি দলিল করে দেন। পিতার মৃত্যুর পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমার জায়গা জমি বিবাদীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে বিবাদীরা আমাদের ভাগের জমিতে জোরপূর্বক চাষাবাদ করার জন্য পায়তারা করছিল। একপর্যায়ে শুক্রবার দুপুরে আমাদের জমি তারা দখল করতে আসে। এতে বাধা দিলে তাদের হামলার শিকার হয়ে আহত হয়েছি।

Back to top button