বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌর নির্বাচন, প্রার্থীদের প্রতিক বরাদ্দ, প্রচারনা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌর নির্বাচনে ১০ মেয়র প্রার্থীসহ ৬৮ প্রার্থীর প্রতিক বরাদ্দ দিয়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন। নির্বাচন কমিশন ঘোষিত শুক্রবার (২৭ মে) সকাল থেকেই প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পৌরসভায় দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র আব্দুশ শুকুর, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে সুনাম উদ্দিন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিক কাচি নিয়ে এডভোকেট আবুল কাশেম।

এছাড়া বাকি সাত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চামছ প্রতিক পেয়েছেন আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী জিএস ফারুকুল হক, হ্যালমেট প্রতিক পেয়েছেন আওয়ামীলীগ আরেক বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন পেয়েছেন জগ প্রতিক, আহবাব হোসেন সাজু প্রতিক হিসাবে পেয়েছেন কম্পিউটার, প্রভাষক আব্দুস সামাদ আজাদ পেয়েছেন হ্যাঙ্গার প্রতিক, আব্দুস সবুর পেয়েছেন মোবাইল ফোন এবং অজি উদ্দিন প্রতিক হিসাবে পেয়েছেন নারিকেল গাছ।

এছাড়াও ৯টি ওয়ার্ডের ৪৮ সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করেছে নির্বাচন অফিস। এসময় রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন প্রার্থীদের নির্বাচন আচরনবিধি মেনে চলার আহ্বান জানান।

এদিকে, প্রতিক বরাদ্দের পর বিকাল থেকেই বিয়ানীবাজার পৌর এলাকাজুড়ে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারনা। মাইকিং, পোস্টারিং, অফিস উদ্বোধনসহ বিভিন্ন প্রচারনার কাজে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।

Back to top button