বড়লেখায় গ্যাস সিলিন্ডারের আগুনে দ্বগ্ধ হয়ে স্কুল শিক্ষিকা নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃমৌলভীবাজারের বড়লেখায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে রুবিয়া বেগম (৪২) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে সেহরির সময় উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবিয়া উপজেলা বর্ণি ইউনিয়নের কান্দিগ্রাম মিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্বামী আব্দুল করিম উপজেলার সুড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় তিনিও আহত হয়ে বর্তমানে সিলেট পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবিয়া বেগম বুধবার দিবাগত রাত তিনটার দিকে রান্নাঘরে সেহরির খাবার গরম করার জন্য যান। এসময় তিনি গ্যাসের চুলাতে আগুন জ্বালাতে দিয়াসলাই মারেন। গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায় আগে থেকে পুরো রুমে গ্যাস জমে ছিলো ফলে দিয়াসলাই মারতেই ধপ করে আগুন তার শরীরে লেগে যায়। এসময় তিনি চিৎকার দিলে তার স্বামী এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনিও আহত হন। পরবর্তীতে তিনি আশপাশের মানুষকে ফোন দিয়ে জড়ো করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবিয়া বেগমকে মৃত ঘোষনা করেন। পরে রুবিয়ার স্বামী আব্দুল করিমকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সিলেটের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক রতন দেবনাথ বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।