কুলাউড়া
কুলাউড়া সিমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছিল টিসিবির তেল

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা ভারতে পাচারকালে ৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে সয়াবিন তেলের বোতলগুলো জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে টিসিবির সয়াবিন তেল ভারতে পাচারের চেষ্টা করে পাচারকারী একটি চক্র। এমন খবরের ভিত্তিতে বিজিবি আমতলী ক্যাম্পের একটি দল অভিযানে নামেন।
বিষয়টি বুঝতে পেরে পাচারকারীরা শরীফপুর ইউনিয়নের পূর্বভাগ এলাকায় টিসিবির তেলের বোতল বোঝাই বস্তা রেখে পালিয়ে যায়। পরে দুই লিটারের ২১ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।
শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, জব্দ করা ২১ বোতল তেল চাতলাপুর কাস্টমসে জমা দেয়া হয়েছে।