বিয়ানীবাজারে টিএন্ডটি সড়ক কাটার চেষ্টা, আটক ২

বিশেষ সংবাদদাতা : বিয়ানীবাজার পৌর শহরের গুরুত্বপ‚র্ণ একটি সড়ক পৌরসভার অনুমতি না নিয়ে কেটে ব্যবসা প্রতিষ্ঠানের পানির পাইপ বসানোর অভিযোগে পুলিশ ২ জন শ্রমিককে আটক করেছে। এ ঘটনার সংবাদ পেয়ে মেয়র মোঃ আব্দুস শুকুর সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আরসিসি দ্বারা ঢালাই করা সড়ক কেটে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ২ শ্রমিককে পুলিশের হাতে তুলে দেন।
জানা যায়, বিয়ানীবাজার পৌর শহরের টিএন্ডটি রোডের ব্যবসা প্রতিষ্ঠান আল বারাকা বিরানী এন্ড ফুসকা হাউস তাদের প্রতিষ্ঠানের জন্য প্রথমে রাস্তার পাশে পৌরসভার অনুমতি না নিয়ে টিউবওয়েল স্থাপন করে। পরবর্তীতে তারা পানির পাইপ বসানোর জন্য আরসিসি রাস্তা কাটা শুরু করে। বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা কাটা অবস্থায় স্থানীয়রা বাঁধা প্রদান করেন কিন্তুু শ্রমিকগণ তা না শুনে রাস্তা কাটতে থাকে। বিষয়টি মেয়রের নজরে আনেন স্থানীয়রা। মেয়র সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে রাস্তা কাটার দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। সাথে সাথে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুই শ্রমিককে থানায় নিয়ে যায়।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর জানিয়েছেন, পৌরসভার গুরুত্বপ‚র্ণ এই রাস্তা না কেটে আমার কলিজা কেটে ফেললে কষ্ট পেতাম না। কিন্তুু তারা রাস্তা কেটে আমাকে মারাত্মক কষ্ট দিয়েছে। ক্ষুব্ধ মেয়র এ সময় পৌরসভার প্রকৌলশীকে ডেকে ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পৌরসভার নকশাকার আশরাফুল ইসলাম জানিয়েছেন, পৌরসভার অনুমতি না নিয়ে রাস্তাকর্তনসহ বিধি ভংগের দায়ে যা যা করণীয় তারা বিধি মোতাবেক করবেন। এ জন্য ব্যবসা মালিককে বিরাট একটা জরিমানা গুনতে হবে বলে জানান তিনি।
এদিকে আল বারাকা বিরানী ও ফুসকা হাউস এর সত্ত্বাধিকারী ছালেহ আহমদ জানিয়েছেন, আমরা অনুমতি না নিয়েই রাস্তা কাটার জন্য মেয়রের কাছে ক্ষমা চেয়েছি। পৌরসভা যে জরিমানা করবে আমরা তা দিয়ে বিষয়টি সমাধান করবো।এদিকে গভীর রাতে আটক দুইজনকে দোকান মালিকগণ থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন বলে জানা গেছে।