কুলাউড়া

কুলাউড়া সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

নিউজ ডেস্কঃঅবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পার করার সময় বাংলাদেশি এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার এ নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করেছে বিজিবি।

বাংলাদেশি ওই তরুণের নাম মো. ফয়জুর। তিনি শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর ফয়জুর তার আত্মীয়য়কে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে দিচ্ছিলেন। এ সময় বিএএসফের সদস্যরা ভারতীয় নাগরিকের সঙ্গে ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদার বলেন, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় বাংলাদেশি ওই তরুণকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এ বিষয়ে শুক্রবার বিএসএফ এবং বিজিবি কোম্পানী কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিক ওই দুজন মানবপাচারের সাথে জড়িত। এমন তথ্য তাদের কাছে রয়েছে।

Back to top button