বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত ৫ আসামী গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত ৫ আসামীকে আটক করা হয়েছে। রোববার পৃথক সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানান, জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীদের উপজেলার চারখাইম দুবাগ ও মাথিউরা ইউনিয়নে অভিযান চালিয়ে আট করা হয়। আটককৃত হলো চারখাই ইউনিয়নের কছকটখা এলাকার মোঃ মজির উদ্দিন ও পল্লীশাসন এলাকার আব্দুল কাদির, দুবাগের দক্ষিণ চরিয়া এলাকার খোরশেদ আলম, ও আদিনাবাদ এলাকার মোঃ আব্দুল জব্বার এবং মাথিউরা ইউনিয়নের ইকবাল হোসেন।

আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের আটক করতে বিয়ানীবাজার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সাল, সহউপপরিদর্শক (এএসআই) নূরনবী মোড়ল, সহউপপরিদর্শক (এএসআই) মোঃ মুহিবুর রহমান, সহউপপরিদর্শক (এএসআই) লিলো চন্দ্র দাস ও সহউপপরিদর্শক (এএসআই) মোফাজ্জল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রা্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আদালত তাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছিলেন।

Back to top button