বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরশহরে দীর্ঘ যানজট, এ্যাকশনে মেয়র

নিজস্ব প্রতিবেদকঃ যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা, সিএনজি চালিত অটোরিক্সা যেখানে সেখানে পার্কিং করার কারনে বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়ক ও প্রমথ নাথ রোড (সাবেক কলেজ রোড) সবসময় যানজট লেগেই থাকে। রমজান মাসে সেই যানজট যেনো বেড়েই চলেছে, এতে করে রাস্তায় চলাচলকারি মানুষরা পড়েন বিপাকে, অসহায় হয়ে পড়েন ট্রাফিকরা।

এমন চিত্র বিগত কয়েকদিন থেকে বিয়ানীবাজার পৌরশহরে লেগে থাকার কারনে পৌর মেয়র আব্দুশ শুকুর নামেন এ্যাকশনে। শনিবার বিকালে তিনি কাউন্সিলর মিছবা উদ্দিন ও এমাদ আহমদসহ পৌরসভার কর্মকর্তাদের নিয়ে যানজট নিরসনে নামেন এ্যাকশনে। এসময় ফুটপাতে বসা অস্থায়ী ব্যবসা উচ্ছেদ ও যত্রতত্র পার্কিং করা গাড়ি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এব্যাপারে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর বলেন, সবার আন্তরিকতা না থাকলে এ শহরকে ব্যবহার উপযোগী রাখা যাবে না। সবাইকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর গড়তে হলে সচেতন হতে হবে এবং ফুটপাত কিংবা সড়কের পাশে ব্যবসায়ীদের বসতে দেবেন না, একই সাথে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং না করার অনুরোধ করেন তিনি।

পৌরসভার এমন অভিযান প্রায় প্রতিমাসে হলেও, কিছুদিন সব ঠিক থাকার পর আবারও শুরু হয় ফুটপাত দখল এবং যত্রতত্র পার্কিং। সচেতন মহলের দাবী নিয়মিত অভিযানের পাশাপাশি কঠোর পদক্ষেপের মাধ্যমে যানজটের স্থায়ী সমাধানে যেনো পৌরসভা সচেষ্ট থাকে।

Back to top button