সিলেট

সিলেটে চা বাগানে অগ্নিকাণ্ড

ডেস্ক:: সিলেটে মালনীছড়া চা বাগানে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি দোকান পুড়েছে।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডে চা বাগানের সোনালী পাড়ার রতিরাম বাউড়ির বসতঘর ও ভূষিমালের দোকান ভষ্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সিলেট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেমি পাকা বসতঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল পুড়ে যায়।

ক’দিন ধরে সিলেটে নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দুদিনের ব্যবধানে নগরীতে দুটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Back to top button