সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার জাকির, শ্রেষ্ঠ ওসি মোশাররফ

সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) মো. জাকির হোসাইন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং জকিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহন রায়।
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় মোঃ জাকির হোসাইন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মোশাররফ হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং সাব ইন্সপেক্টর মোহন রায়কে সম্মাননা প্রদান করেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পরিত্রাণসহ সকল থানার অফিসার ইনচার্জগন ও বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানা এলাকায় ডাকাত গ্রেফতার, মাদকের বড় বড় চালানসহ মাদক কারবারীদের গ্রেফতারসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে সিলেট জেলার শ্রেষ্ট সার্কেল অফিসার নির্বাচিত করা হয় এবং সম্মাননাও দেওয়া হয়। থানার নবাগত ওসি মো. মোশাররফ হোসেন যোগদানের পর থেকেই বিভিন্ন অপরাধীদের গ্রেফতারসহ বিভিন্ন কাজের স্বকৃতিস্বরূপ অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, পুলিশ পুরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, সাব ইন্সপেক্টর মোহন রায়সহ সকলকে সর্ব ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে সিলেটের জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো জাকির হোসাইন বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়- বড় কথা হচ্ছে জনগণকে আমরা কী ধরনের সেবা দিতে পেরেছি। জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সকল প্রকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগীতার জন্য তিনি জকিগঞ্জ ও বিয়ানীবাজারের জনগণের কাছে সহযোগিতাও কামনা করেছেন।
তিনি বলেন, জকিগঞ্জ থানা পুলিশ সদস্যদের সম্মিলিত দায়িত্ব পালন, কর্মনিষ্ঠায় এই স্বীকৃতি অর্জনে সহায়ক হয়েছে। আমিসহ জকিগঞ্জের ০৪ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করায় অত্যন্ত আনন্দের সহিত সিলেট জেলার পুলিশ সুপার মহোদয়সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে, অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জকিগঞ্জ থানায় যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাছাড়া নির্যাতিতরা সেবা পেতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে না। গত ৩১ মার্চ স্থানীয় ইউপি মেম্বার মুকিত ও তার বাহিনী নিজ গ্রামের গফুর ভেরাইটিজ স্টোরে সন্ত্রাসী হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় ‘সন্ত্রাসী’ আব্দুল মুকিতসহ কয়েকজনকে আসামি করে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দাখির করা হয়। এ ঘটনায় ওসি মামলা দ্রুত রেকর্ডভুক্ত করেন এবং সাথে সাথে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেন। প্রধান আসামিকে গ্রেফতারে তাঁর থানার পুলিশ বাহিনী চিরুনি অভিযান চালাচ্ছে।