বড়লেখা

সোনাই নদীতে প্রভাবশালীদের অবৈধ মাছের ঘের

আশফাক জুনেদ, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে সোনাই নদী দখল করে মাছের ঘের তৈরির মহোৎসব শুরু হয়েছে। যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে মাছের ঘের তৈরি করছে৷ কয়েকজনের গ্রুপ মিলে নদীর বিশাল এলাকা জুড়ে এসব ঘের তৈরি করা হচ্ছে। বাঁশ ও ডালপালা দিয়ে তৈরি করা হয় এক একটি মাছের ঘের। আর এসব ঘেরে কচুরিপানা মরা গরু, ছাগল হাস মুরগী আটকে সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণ।

এছাড়া অবৈধভাবে মাছের ঘের তৈরির কারণে নদীর স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে নৌযান চলাচলেও৷ এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসের কোন নজরদারি নেই৷ মৎস্য অধিদপ্তরের নাকের ডগায় অবৈধভাবে যেনো মাছের ঘের তৈরির মহোৎসব চলছে।

সরেজমিনে সোনাই নদী ঘুরে দেখা যায় কিছু জায়গা পর পর এলাকার কিছু অসাধু ব্যক্তি মাছের ঘের তৈরি করে রেখেছেন। কেউ একা আবার কেউ দলবেঁধে এসব ঘের তৈরি করেছেন৷ গাছের ডালপালা ও বাঁশের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে এক একটি ঘের। প্রতিটি ঘেরে ফেলা হয়েছে গাছের ডালপালা ও কাটা। আর এতে জমেছে কচুরিপানা। যার ফলে জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরতে পারছেন না৷ খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এসব ঘের তৈরির পিছনে প্রভাবশালীরা থাকায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। ফলে অনেক জেলেকে নিরুপায় হয়ে বসে থাকতে দেখা গেছে।

জানা গেছে, নদীতে যখন পানি কমে যায় তখন কিছু ব্যক্তি নদী দখল করে মাছের ঘের তৈরি করতে উঠে পড়ে লাগেন। বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই এলাকার বিভিন্ন বাড়ি থেকে বাঁশ, গাছের কাটা সংগ্রহ করতে শুরু করেন তারা। এরপর সেগুলো নদীর পাড়ে নিয়ে রাখেন। বর্ষা শেষ হওয়ার পর এসব উপকরন দিয়ে শুরু হয় মাছের ঘের তৈরি। এক একটি ঘের তৈরিতে সময় ব্যয় হয় দুই থেকে তিনদিন। অনেকে এসব ঘেরে মাছ আটকানোর জন্য নিজে থেকে মৃত হাস মুরগী গরু ছাগল ফেলে রাখেন। এজন্য এলাকার বিভিন্ন বাড়িতে হাস মুরগী বা গরু ছাগল মারা গেলে তাদের জানানোর কথাও বলে রাখেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক জেলে অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী ও ধনী মানুষ সোনাই নদীর পানি কমার সাথে সাথে ঘের তৈরি করেন৷ একেক জন বিশাল এলাকা জুড়ে ঘের তৈরির ফলে আমরা নদীতে জাল ফেলতে পারছি না। মাছ ধরতে পারছি না। ফলে আমরা চরম কষ্টে আছি। জেলে সম্প্রদায়ের কিছু মানুষও এসব ঘের তৈরির সাথে জড়িত বলে অভিযোগ করেন অনেক জেলে৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘ নদীতে ঘের তৈরি করে মাছ শিকারের অনুমতি প্রশাসন দেয়নি৷ এ বিষয়ে কেউ যদি লিখিত অভিযোগ করে তাহলে তড়িৎ শক্ত পদক্ষেপ নেওয়া হবে। ‘

Back to top button