বিয়ানীবাজার সংবাদ

জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাছিব আর নেই, বাদ আছর জানাজা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাছিব আর নেই। রোববার (২০ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭ ঘটিকার সময় নিজ বাসভবন মোল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় ইন্তে’কাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য শিক্ষার্থী রেখে গেছেন।

তিনি গত ২২শে ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানে সপ্তাহখানেক চিকিৎসা শেষে পাকস্থলীর সমস্যা ধরা পড়ায় তাকে নুরজাহান হাসপাতালের স্থানান্তর করা হয়েছিলো। শনিবার রাতে শারিরীক অবস্থার অপরিবর্তিত থাকলে চিকিৎসকের পরামর্শে বাড়ি নিয়ে আসা হয়। সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমে জানাযার নামাজ রোববার বিকাল সোয়া ৫টার সময় আব্দুল্লাহপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে, তার মৃত্যুতে বিয়ানীবাজারে তার হাতে গড়া শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Back to top button