সিলেট
সিলেটে পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার

সিলেটে পরোয়ানা ভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ ।
আটক ব্যক্তির নাম কমর আলী (৪০), তার পিতা-আহমদ আলী ।
শনিবার(১৯ মার্চ) কমর আলীর বসত বাড়ী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ।
আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানায় মূলতবী থাকা এয়ারপোর্ট থানার জিআর নং-০৮/২১, ধারা-৩৭৯ এর ০১ বছর সশ্রম করাদন্ড এবং এয়ারপোর্ট থানার জিআর নং-৩৫৫/১৯, ধারা-৩৭৯/৪১১ এর দন্ডপ্রাপ্ত আসামী।
বিষয়টি নিশ্চিত করেন, নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি । তিনি জানান উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।