
আশফাক জুনেদ, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি তিন তলা বিশিষ্ট আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদুল্লাহ খান নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছেন। গত ১৫ মার্চ মঙ্গলবার ভবনের নির্মাণ কাজ পুরোপুরি স্থগিত করে দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মামুন এন্টারপ্রাইজ কাজ পরিচালনা করছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে এলাকার যুবকরা নির্মিতব্য আশ্রয় কেন্দ্রের পাশের ফুটবল মাঠে খেলতে যায়। তারা কৌতুহলবসত ভবনের দ্বিতীয় তলায় উঠে দেওয়ালের নির্মাণ কাজ দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে দেওয়ালে হাত দিতেই তারা বুঝতে পারেন দেওয়ালটি নড়ছে। তাৎক্ষনিক এলাকার মেম্বার, মুরব্বি ও আরও যুবকদের খবর দিলে তারা এসে বিষয়টি ইউএনওকে অবহিত করেন৷ পরে একজন ইঞ্জিনিয়ার এসে কাজটি বন্ধ করে দিয়ে যান।
এলাকাবাসী জানান, প্রায় দেড় মাস আগে ভবন নির্মাণে দায়িত্বে থাকা মুল ইঞ্জিনিয়ার সাইট ছেড়ে চলে যান৷ তার অনুপস্থিতিতে সাইট ইঞ্জিনিয়ার ভবনের দ্বিতীয় তলায় দেওয়াল নির্মাণের কাজ শুরু করেন৷ দেওয়াল নির্মাণে নিম্নমানের ইট ও স্বল্প সিমেন্টে ও বালু দিয়ে কাজ করা হয়েছে। সিড়ির বেইজ ঢালাইয়ের পর গর্ত ভরাট করা হয়েছে বালুর পরিবর্তে মাটি দিয়ে। এছাড়া রডের দুরত্ব দেওয়া হয়েছে এক ফুট। এমন অভিযোগ তুলেন এলাকাবাসী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে, মেসার্স মামুন এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলার বর্নি ইউনিয়নের পাকশাইল গ্রামের তিন তলা বিশিষ্ট আশ্রয় কেন্দ্রের ভবনের এই নির্মাণ কাজ করছেন। ভববটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৬ লক্ষ ৯৪ হাজার ৭৯৫ টাকা এবং চুক্তি মুল্য ধরা হয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৫৬ হাজার ৭১ টাকা। ২০১৯-২০ অর্থবছরে এই ভবনের নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। ভবনের নির্মাণ কাজ ওই অর্থবছরে শুরু এবং ২০২১ সালের মে মাসে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি৷। পরবর্তীতে কাজের মেয়াদ বাড়ানো হয়৷ বর্তমানে ভবনের কাজ শেষ হয়েছে মাত্র ৫৫ ভাগ।
এ বিষয়ে পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেহান আহমদ বলেন ‘ এই ভবন নির্মাণে ব্যাপক অনিয়ন করা হচ্ছে। মঙ্গলবার গ্রামের যুবকরা অনিয়মের প্রমান হাতেনাতে পেয়েছেন। আমরা বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েছি৷ আমরা এর সুষ্ঠু সমাধান চাই৷
বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.উবায়েদুল্লাহ খান বলেন, ‘অভিযোগ পেয়ে সার্ভিস ইঞ্জিনিয়ার পাঠিয়ে সাথে সাথে কাজ স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে ঢাকায় প্রতিবেদন পাঠাবো। সেখান থেকে থেকে টিম এসে এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামুন এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার মো.কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। কাজের বিষয়ে আমাদের কড়া নির্দেশনা ছিলো কোন ধরনের অনিয়ম করা যাবে না। এলাকাবাসী ও স্কুলের শিক্ষকদের বলা আছে যে এ ব্যাপারে খোঁজ খবর রাখার জন্য। যে ঘটনাটি ঘটেছে কাজটি সংশোধন করে দেওয়া হবে।’