বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা বিএনপির কমিটি গঠন, দুই ঘন্টার মধ্যে আসলো পাল্টা কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি-সাধারন সম্পাদকসহ ৫ জনের নাম ঘোষনা করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। শুক্রবার (১৮ মার্চ) বিকালে বিয়ানীবাজার পৌর এলাকার পন্ডিতপাড়ায় এ কমিটি ঘোষনা করা হয়।

ঘোষিত কমিটিতে এডভোকেট আহমদ রেজা সভাপ‌তি এবং সরওয়ার হোসেন সাধারণ সম্পাদক ম‌নোনীত হন। ক‌মি‌টির অন্যান্যরা হ‌লেন সিনিয়র সহ সভাপতি শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার খান জাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক তিলপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান।

কাউন্সিলে প্রধান অ‌তি‌থি হিসাবে উপস্থিত থেকে নাম ঘোষনা করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। এসময় তিনি বলেন বিয়ানীবাজার উপজেলা কমিটি কাউন্সিলরদের ভোটে নয় কেন্দ্র থেকে দেয়া হয়েছে।

উপজেলা বিএনপির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির নির্বাহি কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল কাহের শামীম, সিলেট-৬ আসনে বিএন‌পি ম‌নোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সদস্য আলী আহমদ, সদস্য আসিক উদ্দিন চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, উপজেলা বিএনপির সদস্য ওহিদ আহমদ তালুকদার।

এব্যাপারে সদ্যঘোষিত বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, তাদের কমিটি বিয়ানীবাজার বিএনপির প্রত্যেক কর্মীকে নিয়ে সংঘটিত হয়ে দলীয় সকল পরিকল্পনা বাস্তবায়ন করবেন, এব্যাপারে তিনি বিয়ানীবাজারের সর্বস্তরের নেতাকর্মীর সহযোগীতা চান।

এদিকে, জেলা কর্তৃক ঘোষিত কমিটির দুই ঘন্টার মধ্যে এই কমিটিকে প্রত্যাখান করে আরেকটি কমিটি ঘোষনা করে বিএনপির অপর পক্ষ। শুক্রবার বিকালে বিয়ানীবাজার পৌরশহরে বিয়ানীবাজার বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল এবং সাবেক সাধারন সম্পাদক সিদ্দিক আহমদের নের্তৃত্বে বিক্ষোভ মিছিল করে প্রায় শতাধিক নেতাকর্মী। পাল্টা কমিটির সভাপতি হিসাবে আলী আহমদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি হাজী কছির আলী আং রব, মোঃ শামীম আহমদ, এম লিয়াকত আলী, সাধারন সম্পাদক হিসাবে এম সাইফুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক হিসাবে এনাম উদ্দিন, সেলিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হিসাবে কামাল হোসেন এবং হাসনাত জামিলের নাম ঘোষনা করা হয়।

এব্যাপারে পাল্টা কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন কমিটি গঠন করার কথা থাকলেও, উপজেলা আহ্বায়ক কমিটি বাড়িতে বসে নিজেদের ইচ্ছেমতো পকেট কমিটি করেছেন। সেই ক্ষোভ থেকে পাল্টা কমিটি এসেছে। আমরা ইতিমধ্যে জেলা কর্তৃক ঘোষিত কমিটির ব্যাপারে কেন্দ্রে অভিযোগ জানিয়েছি।

Back to top button