বড়লেখায় গত বছর করোনায় স্বামী সন্তান হারিয়ে শবেবরাতের রাতে কাদছেন অনেক মা-স্ত্রী!

জুবায়ের আহমদঃ বড়লেখা উপজেলার সুজানগর এলাকার ছুরতুন নাহার গত বছর ২০২০ সালের ৩১ জুন হারিয়েছেন স্বামীকে। করোনা আক্রান্ত হয়েছিলেন পরিবারের সবাই। করোনা থেকে সবাই সুস্থ হলেও বৃদ্ধার স্বামী করোনার সাথে যুদ্ধ করে অবশেষে হার মেনে পরপারে পাড়ি জমান।
শবেবরাতের এ রাতে অঝোরে কাদছেন তিনি স্বামীর জন্য। গত বছর ও তো এই বৃদ্ধার সাথে ছিলেন তার স্বামী তবে এই বছর নেই কেন? এই কেন এর উওর নেই কারো কাছে। বিগত বছরের হাজারও সৃতি মনে করে ভীষণ ভাবে স্বামী হারা এই বৃদ্ধা ভীষণ একাকিত্ব অনুভব করছেন৷ তাইতো আজকের এ বিশেষ রাতে তার প্রয়াত স্বামী যেন কবর জীবনে শান্তিতে থাকেন এমন দোয়াই করছেন আল্লাহর কাছে৷
একই গ্রামের সুফিয়া বেগম তার হৃদয়ে এখন হাহাকার বইছে৷ তিন সন্তানকে নিয়ে তিনি যখন উল্লাসে জীবন কাটাচ্ছিলেন৷ তাদের সেই সুখের জীবনে হঠাৎ করোনা এসে হানা দেয়৷ তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তানকে কেড়ে নেয় করোনা৷ আর তাতেই দিশে হারা হয়ে উঠেন মা। এমন মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না এই মা।
শবেবরাতের আজকের বিশেষ এ রাতে সবাই যখন মা বলে ডাকে তখন সুফিয়া বেগমের ছোট ছেলে তো আর মা বলে ডাকে না। এই কষ্ট তিনি মেনে নিতে পারছেন না৷ তাই তো সবাই যখন এশার নামাজে ব্যাস্ত তখন তিনি অন্ধকারকে উপেক্ষা করে ছেলের কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাদছেন৷ এ কান্না যেন থামানোর কেউ নেই৷
যার হারায় সেই তো বুঝে হারানোর ব্যাথা কতটা গভীর পরিবারের জন্য। প্রিয় জনের অপূর্ণ শূন্যতা পরিবারে কখনোই পুনরায় পূর্নতা পায় না৷ তাই তো অনেক পরিবার আজকের এই বিশেষ রাতে তাদের প্রিয়জনদের স্মরণ করে অঝোরে কাদছেন৷ তাদের প্রিয়জনকে আল্লাহ যেন ভালো রাখেন সেজন্য প্রার্থনা করছেন৷